মেসির ব্যর্থতার ম্যাচে মায়ামির হার

কিছুদিন আগে ৩৯ বছরে পা দিয়েছেন লিওনেল মেসি। এই বয়সে কোথায় পরিকল্পনা করবেন অবসরের, তা না করে মেসি ছুটে চলছেন। মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমতো গোলের মালা গেঁথেছেন তিনি। টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন, প্রতিটিতে জোড়া গোল। উড়ছিল ইন্টার মায়ামিও। তবে, থামলেন মেসি। তাতে হেরেছে মায়ামি।
এমএলএসে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সিনসিনাটির কাছে ইন্টার মায়ামি হেরেছে ৩-০ গোলে। সিনসিনাটির মাঠ টিকিউএল স্টেডিয়ামে পাত্তা পাননি মেসিরা।
ম্যাচের ১৬ মিনিটে সিনসিনাটিকে এগিয়ে নেন গারার্দো ভালেনজুয়েলা। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। বিরতির পর সিনাসিনাটি আরও ক্ষুরধার হয়ে ফিরে আসে। এভারডারের জোড়া গোলে ছিটকে পড়ে মায়ামি। ৫০ ও ৭০ মিনিটে দুটি গোল করেন এভারডার।
মেসি ও মায়ামি ভুলে যেতে চাইবে ম্যাচটি। পুরো ম্যাচে মাত্র দুটি শট গোলপোস্টে রাখতে পেরেছেন মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নেন মেসি। সেগুলো প্রতিহত করতে খুব একটা বেগ পেতে হয়নি সিনসিনাটির রক্ষণভাগকে।