নতুন মিশনে বেঙ্গালুরুতে মাশরাফিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছিল মাশরাফিরা। সেই হারের ক্ষত নিয়েই বৃহস্পতিবার বাংলাদেশ দল কলকাতা থেকে বেঙ্গালুরুতে গেছে।
কলকাতা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রওনা হয় বাংলাদেশ দল। বেলা ১টার দিকে তারা বেঙ্গালুরুতে পৌঁছায়।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বাংলাদেশ দল পুরোদিন বিশ্রামেই থাকবে। প্র্যাকটিসে নামবে না। শুক্রবার থেকে আবার পুরোদমে অনুশীলন শুরু হবে।
বেঙ্গালুরুতে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের দুটি ম্যাচ খেলবে। ২১ মার্চ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মাশরাফিরা। একই মাঠে ২৩ মার্চ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মোকাবিলায় নামবে। দুটি ম্যাচই রাত ৮টায় শুরু হবে।
এরপর আবার কলকাতায় ফিরবে বাংলাদেশ দল। ইডেন গার্ডেনসে ২৬ মার্চ তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
আসরের সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। বাকি তিনটি ম্যাচই জিততে হবে।
এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৫ রানের বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তানের কাছে। আফ্রিদিদের করা ২০১ রানের জবাবে তাদের ইনিংস ১৪৬ রানে থেমে যায়।