এমএসএন ঝড়ে উড়ে গেল আলাভেস

একে তো ম্যাচটা প্রতিশোধের, কারণ এ মৌসুমের শুরুতেই ন্যু ক্যাম্পে এই আলাভেসের কাছেই হেরেছিল বার্সেলোনা। অন্যদিকে কোপ দেল রের ফাইনালের মহড়াটাও সেরে নেওয়ার তাগিদ ছিল মেসিদের। বার্সার কোপা দেল রে শিরোপার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে এই আলাভেস। দুটি ক্ষেত্রেই সফল কাতালান ক্লাবটি। ৬-০ গোলে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। আর কোপা দেল রের ফাইনালের আগে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণাও পেয়ে গেলেন মেসিরা। প্রতিশোধের ম্যাচে একসঙ্গে জ্বলে উঠলেন মেসি-সুয়ারেজ-নেইমার ‘এমএসএন’ ত্রয়ী। গোলবন্যার দিনে গোল করেছেন অ্যালেক্সিও রেকেটিচও।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই দারুণ মেজাজে ছিলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সা। নেইমারের বাড়ানো বলটা কোনোমতে ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক। এরপর ১৫তম মিনিটে ভিদালের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে ৩৭তম মিনিটে আর রক্ষা পায়নি আলাভেস। গোলমুখের দরজাটা খোলেন সুয়ারেজ। ভিদালের ক্রস থেকে পাওয়া বলে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার।
গোলবন্যার দিনে গোলখরা কাটান নেইমারও। ৪০ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিল তারকা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে তৃতীয় গোল করেন মেসি। ৬৩তম মিনিটে ব্যবধানটা ৪-০ করেন আলেক্সিস। এর মাত্র দুই মিনিট পর ডান দিক থেকে দারুণ এক গোল করেন রেকিটিচ। আর ৬৭ মিনিটে ষষ্ঠ গোল পূর্ণ করে সুয়ারেজ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৬-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিক শিষ্যরা।
এ জয়ের ফলে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অল্প কিছু সময়ের জন্য রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে বার্সা। তবে ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়ে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে যায় রোনালদোরা।