১০ মাস ১৯ দিনের সেরা লেনদেন আজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ সোমবারের (২১ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ দশমিক ৫৯ পয়েন্ট। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ৩৬৭ কোটি টাকা। আজ ডিএসইতে বেড়েছে লেনদেন পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৮৬০ কোটি টাকা। যা গত ১০ মাস ১৯ দিন বা ২০৮ কার্যদিবস পর এই লেনদেন হয়েছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা ১৬ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৬ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৩৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৭৯ পয়েন্ট। পরে উত্থান গতি কমে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৫ দশমিক ৫৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২১৯ দশমিক ৬২ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৮ দশমিক শূন্য চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৯৬ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৬ দশমিক ৭৭ পয়েন্টে।
আজ সোমবার লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। এর আগে গত ২ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল এক হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। সোমবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৭ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ৯১০ কোটি ৭৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৭টির এবং কমেছে ২২৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ২০ কোটি ৩১ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ১৭ কোটি ৬০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৪৫ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৬ কোটি ৭০ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেনের শেয়ার । কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৯১ শতাংশ।