মালয়েশিয়ায় প্রবাসী সম্মেলনে বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্বরা

প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) ব্যবস্থাপনায় আজ শনিবার থেকে দুই দিনব্যাপী প্রবাসী বিশ্ব সম্মেলন ‘প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিটে’ এই গণমাধ্যম ব্যক্তিত্বরা যোগ দিয়েছেন।
সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কুয়ালালামপুরে। বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত গুণী বাংলাদেশিরা যোগ দিচ্ছেন এই মিলনমেলায়।
জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে বৃহস্পতিবার রাতের ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেন দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক আবেদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ জুবায়ের, বাংলাভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান ও মাহমুদ হাফিজ। একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবুও যোগ দিচ্ছেন সামিটে।
সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্য বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর রওনা হন একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি পারভেজ রেজা ও ক্যামেরাম্যান আবদুর রহিম, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, বাংলানিউজের সিনিয়র আউটপুট এডিটর জাকারিয়া মণ্ডল, দৈনিক জনকণ্ঠের কূটনৈতিক রিপোর্টার তৌহিদুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের নিজস্ব সংবাদদাতা জুনায়েদ শাহরিয়ার, বাংলাভিশনের প্রযোজক জিয়াউল হাসান, চ্যানেল এসের প্রধান প্রতিবেদক মঈন উদ্দিন মঞ্জুসহ আরো অনেকে।
আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। সকালের উদ্বোধন অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন লন্ডন থেকে কুয়ালালামপুর যাওয়া বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা।