রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবস পালিত

সৌদি আরবের রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট এই উপলক্ষে একটি পাঁচতারকা হোটেলে রাত ৯টায় সভাটি অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। স্মরণসভাটির সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডা. কাজী মাসুদুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম।
২০১৬ জাতীয় শোক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি করে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করা।
স্মরণসভায় বঙ্গবন্ধুর প্রবন্ধ পাঠ করেন সৌদি আরবের বাঙালি কমিউনিটির অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব সৌদি রাজপরিবারের দীর্ঘদিনের চিকিৎসক ডা. আরিফুর রহমান।
অনুষ্ঠানে রিয়াদ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান মো. নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর ড. মো. আবুল হাসান, শ্রম কাউন্সিলর এম সারওয়ার আলম।
অনুষ্ঠানে কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও আওয়ামী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলী নূর, রিয়াদ আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মৃধা, রিয়াদ আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব, সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপদেষ্টা এবং কিং ফাহাদ হাসপাতালের কনসালটেন্ট ডা. সমীর দত্ত, ডা. সারোয়ার জাহান সাচ্চু, ডা. মাহমুদ হাসান, ব্যবসায়ী আবদুর রাজ্জাক, দাম্মাম আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হাসিবুর রহমান প্রামাণিক, ডা. আজিজুর রহমান, বিমান বাংলাদেশ রিয়াদ শাখার ম্যানেজার মো. হেলাল উদ্দিন, রিয়াদ আওয়ামী পরিষদ সহসভাপতি গাজী সাইদুর রহমান এবং আবদুল গফুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি কৃষিবিদ শামীম আবেদীন, দাম্মাম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আইয়ুব হোসেন, দাম্মাম বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার এম এন মাহবুব, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল, নবগঠিত রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ টি এম সাঈদ জিয়াউদ্দিন, সহসভাপতি মো. আবদুস সবুর খান, রিয়াদ মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মো. মোজাম্মেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তাক মণ্ডল, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, আইয়ুব হোসেন ভুট্টো, প্রচার সম্পাদক মো. ইশতিয়াক মাসুদ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মো.পলাশ, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বাতেন ও আলী নূর ইসলাম রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান মিলন, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক মো. জুয়েল হাসান, যুবলীগের সভাপতি মো. আতিকুল ইসলাম, রিয়াদ আওয়ামী পরিষদের সমাজকল্যাণ সম্পাদক আবদুল কুদ্দুস, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মুন্না, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ আবদুল আহাদ নয়ন, সহসম্পাদক মো. সেলিম ঢালী, দেলোয়ার ঢালী, মো. সেলিম হোসেন, হাবিবুর রহমান, রিয়াদ কর্মজীবী লীগের সভাপতি আলমগীর মণ্ডল মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মহসীন, মো. ফারুকী, মো. শিকদার প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার সহসভাপতি রফিকুল ইসলাম, মো.মাহবুবুর রহমান, শিক্ষক মো. মশিউর রহমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মো. খাদেমুল ইসলামসহ অন্যরা।