হাফার আল-বাতেন প্রদেশে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের হাফার আল-বাতেন প্রদেশে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলের বিএনপির হাফার আল-বাতেন প্রদেশ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল রোববার হাফার আল-বাতেন প্রদেশের এক হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাদেশিক বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল হোসেন সভাপতিত্ব করেন। প্রদেশের যুগ্ম সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহসভাপতি রহিম উল্লাহ, আবুল কাশেম, রাকিব উদ্দিন প্রমুখ। সভায় হাফার আল-বাতেন প্রদেশ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রবাসী বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতা বিশ্বাস করতেন, সেই স্বাধীনতা ৪৬ বছরে এসে বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা পাননি।
দোয়া মাহফিল ও মোনাজাতে চলমান আন্দোলন-সংগ্রামে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের প্রাণহানি এবং নির্যাতিতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।