রিয়াদে প্রবাসী বরুড়া উপজেলা যুবদলের কমিটি

নেতৃত্ব ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে প্রবাসী বরুড়া উপজেলা যুবদলের কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার রিয়াদের স্থানীয় একটি হোটেলের হলরুমে নবগঠিত কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি মো. আবদুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ, মো. মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদপ্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সাবেক প্রধান উপদেষ্টা সাইফুদ্দিন নোমান। প্রধান বক্তা ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী মো. আইয়ুব আলী, প্রবাসী বরুড়া উপজেলা যুবদলের প্রধান উপদেষ্টা মো. মাজহারুল ইসলাম মিটন, মো. মাসুদ রানা, আফজল হোসেন, মো. শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক গাজী ঈসমাইল হোসেন।
সভায় নতুন কমিটির নেতাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি। সভায় প্রবাসী গণমাধ্যম প্রতিনিধি ও কুমিল্লা জেলা ও থানা বিএনপির নেতারা অংশ নেন।