মক্কায় যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরবের মক্কায় নানা আয়োজনে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সেই সঙ্গে মক্কা যুবদলের অভিষেক অনুষ্ঠান করেছে মক্কা যুবদল প্রাদেশিক কমিটি। স্থানীয় সময় গত মঙ্গলবার মক্কার একটি কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা যুবদলের সভাপতি মঈনুল ইসলাম হায়দার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল, পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, মক্কা বিএনপির সিনিয়র সহসভাপতি এম জহির আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
বক্তব্য দেন কাশেম আহম্মদ, শাহ আলম, জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন, শামসুল আলম হিমু, মো. ফাহাদ প্রমুখ।
সভায় বক্তারা দেশে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে সহায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে মক্কা যুবদলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ মক্কা-জেদ্দা বিএনপির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।