রেস্তোরাঁয় ইফতার
শেষ দিনে ধানমণ্ডির রেস্তোরাঁগুলোতে রকমারি ইফতার

আজ রমজানের শেষ দিন। এ বছরের শেষ ইফতারে পরিবার ও বন্ধুদের সঙ্গে চলে যেতে পারেন ধানমণ্ডির বেশ কিছু রেস্তোরাঁয়। সবখানেই আপনাদের জন্য মুখরোচক ইফতারের আয়োজন করা হয়েছে।
ক্লাউড বিস্ত্রো : পান্থপথ চৌরাস্তার একটু পাশেই অবস্থিত এই সি ফুড রেস্তোরাঁয় রয়েছে বাহারি ইফাতারি। তাদের রেস্তোরাঁয় পাবেন তিনটি ভিন্ন স্বাদের প্ল্যাটার। ৩৯৫ টাকায় মিলবে খেজুর, ফ্রুট স্কিউয়ার, চিকপি সালাদ, ফুলকপি ভাজা, মরিচ ভাজা, বাটন মাশরুম, ভেজিটেবল পাকোড়া, ফিশ ফিঙ্গার, টেম্পুরা প্রন, টুনা টিকিয়া, চিকেন স্কিউয়ার লেমনেইড এবং পানি। এ ছাড়া রাতের খাবারসহ ইফতারি খেতে চাইলে রয়েছে তিন ধরনের আয়োজন। এক হাজার ১৯০ টাকার মধ্যে রয়েছে হাফ গ্রিল চিকেন সঙ্গে মেক্সিকান টমেটো রাইস ও স্টিম ভেজিটেবল। ৯৯০ টাকার প্ল্যাটারে রয়েছে দুটি চিকেন স্কিউয়ার, বিফ স্কিউয়ার, পিটা ব্রেড। সঙ্গে থাকবে হামাস, বাবা গানুশ, তাতুশ ও গার্লিক সস। ৮৫০ টাকার প্ল্যাটারে আছে বাসা ফিলিট সঙ্গে গার্লিক পটেটো ও সালাদ।
ম্যাডশেফ : ধানমণ্ডির সাত মসজিদ রোডে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উল্টোপাশের গলিতে ঢুকে হাতের ডানে ছোট পরিসরের পাবেন ম্যাডশেফ রেস্তোরাঁ। বার্গারের জন্য জনপ্রিয় এই রেস্তোরাঁ রমজান উপলক্ষে দিচ্ছে তিনটি প্ল্যাটার। পাঁচশ টাকার প্ল্যাটারে থাকছে একটি রেগুলার বার্গার, অনিয়ন রিংস, বাফেলো উইংস ও ফ্রেঞ্চ ফ্রাই। পানীয় হিসেবে থাকছে পানি ও একটি মকটেইল। সাড়ে ছয়শ’ টাকার প্ল্যাটারে থাকবে বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই কিংবা অনিয়ন রিংস, গ্রিলড ভেজিটেবল এবং ম্যাশড পটেটোসহ চিকেন স্টেক, পানি ও মকটেল। সাড়ে সাতশ’ টাকার প্ল্যাটারে আছে দুটি রেগুলার বার্গার ও একটি কিউবান বার্গার, সাইড হিসেবে পাচ্ছেন অনিয়ন রিং ও ফ্রেঞ্চ ফ্রাই। আর পানি ও মকটেল তো থাকছেই।
চিজউইক : ধানমণ্ডির জাহাজবাড়ির উল্টাপাশের চিজউইক রেস্তোরাঁ থাকছে ৪৫০ টাকায় তার্কি গ্রিল্ড চিকেন, এগ ফ্রাইড রাইস, খেজুর, মাল্টা, জিলাপি, ছোলা, আমের জুস ও পানি। ৪৯৯ টাকায় থাকেছ এগ ফ্রাইড রাইস, ক্রিসপি ফ্রাইড চিকেন দুই পিস, গ্রিল্ড ওয়েস্টার বান, চিকেন কারি, ভেজিটেবল গ্রেভি, খেজুর, মুড়ি, জিলাপি, ছোলা, আমের জুস ও পানি। ৫৪৯ টাকায় পাচ্ছেন এগ ফ্রাইড রাইস, হানি বার্বিকিউ, স্পাইসি রেড চিকেন, ভেজিটেবল, খেজুর, মাল্টা, জিলাপি, ছোলা, আমের জুস ও পানি।
ফ্লেভারস মিউজিক ক্যাফে : ধানমণ্ডির র্যাংগস কেবি স্কয়ার ভবনের ছয়তলার এই রেস্তোরাঁয় থাকছে চারটি ইফতার প্ল্যাটার। ৩৪৫ টাকায় থাকছে বার্গার, বাফেলো উইংস, ফ্রেঞ্চ ফ্রাই ও আমের জুস। ৩৯৯ টাকায় থাকছে ফ্রাইড রাইস, চিকেন স্টিক, হানি চিকেন উইংস, পটেটো ফ্রইড, ফ্রুড সালাদ, খেজুর ও আমের জুস। ৪৯৯ টাকার প্ল্যাটারে থাকছে গ্রিলড চিকেন, ফ্রাইড রাইস, আমের জুস, খেজুর, বাদাম, ব্রাউনি এবং ফ্রুট সালাদ। ৫৯৯ টাকার প্ল্যাটারে থাকছে চিকেন রাটাট্যুলি, মিট লোফ, ফাতুস সালাদ, কানাই রুটি বা রাইস, আমের জুস, খেজুর, বাদাম, ব্রাউনি ও ফ্রুট সালাদ।
রেড ফ্লেইম : এখানে পাবেন ৭০০ টাকায় ইফতার প্ল্যাটার। আর একটি কিনলে আরেকটি থাকছে বিনামূল্যে। প্রতিটি প্ল্যাটারে থাকছে লেবুর শরবত, খেজুর, কমলা, শসা, অনথন, প্রন তেম্পুরা, চিকেন সতে, অর্ধেক চিকেন রোল, ফ্রাইড চিকেন, এগ ফ্রাইড চাওমিন।
সাব্রোসো : দুটি প্ল্যাটারের মধ্যে থাকছে এক হাজার টাকায় বার্বিকিউ চিকেন, ডোনার চিকেন, চিকেন সাসলিক, ফিশ বল, বাফেলো উইংস, স্প্রিং রোল, ডোনার রাইস, খেজুর, ফ্রুট সালাদ, পানি। ৬০০ টাকায় বিবিকিউ চিকেন অথবা ডোনার চিকেন, রাইস অনিয়ন রিং, সতে পটেটো, পাকোরা, ফ্রুট সালাদ এবং পানি।
ক্রিস কার্ডিয়াক গ্রিল : ধানমণ্ডির রেস্তোরাঁয় থাকছে ৫০০ টাকায় গ্রিল চিকেন, প্রন তেম্পুরা, কাশ্মীরি রাইস, আফগানি ব্রেড, কেশোনাট সালাদ, খেজুর, জিলাপি, লাচ্ছি এবং পানি।