একাধিক পদে আকিজ ফুডে নিয়োগ বিজ্ঞপ্তি

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কেমিস্ট পদে ১০ জনকে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
কেমিস্ট
যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/ফলিত রসায়ন/বায়োকেমিস্ট্রি/ ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ থেকে এমএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ২৮ থেকে ৩৫ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে ধামরাই, ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ‘সিনিয়র ম্যানেজার, এইচআর, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, কৃষ্ণপূড়া, বারোবাড়িয়া, ধামরাই, ঢাকা’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ২৬ মার্চ-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : জাগোজবস ডটকম