৫০ জনকে নিয়োগ দেবে নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবে। পাঁচ বছরের অভিজ্ঞতাসহ বিশেষ করে সেভিং ল্যামপ, মেলামাইন, ফুটওয়্যার ও গ্লাসওয়্যারের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা বেশি প্রাধান্য পাবে। তবে ওই পদের আবেদনের জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে। শুধু পুরুষরা এই পদে আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্তসহ এবং সর্বশেষ তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ জেনারেল ম্যানেজার (জিএম), (অ্যাডমিন অ্যান্ড এইচ আর), নাসির গ্রুপ, ৮৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২-তে পাঠাতে হবে ৩১ অক্টোবর ২০১৭ এর মধ্যে।
সূত্র : জাগোজবস