সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ দেবে পেট্রোবাংলা

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বিভিন্ন সেকশনে সহকারী ব্যবস্থাপক পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের (http://bogmc. teletalk.com.bd অথবা www.petrobangla.org.bd) মাধ্যমে আবেদন করা যাবে।
বেতন
২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
আবেদনের সময়সীমা
২৫ নভেম্বর, ২০১৭-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতাসহ আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায় (https://petrobangla.org.bd/admin/attachment/webtable/495_upload_0.pdf)।