ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একটি সহযোগী অধ্যাপক পদ (স্থায়ী) পূরণের জন্য নিয়োগ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের অবশ্যই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী হতে হবে। পিএইচডি/সমমানের ডিগ্রিসম্পন্ন হতে হবে। যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা উচ্চতর কোনো গবেষণা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর কমপক্ষে সাত বছরের শিক্ষাদান/গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন জাতীয় স্কেল ২০১৫ অনুযায়ী, ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় এক হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ও সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি দরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০-এ পৌঁছাতে হবে আগামী ২২ আগস্ট, ২০১৭-এর মধ্যে।
বিস্তারিত দেখুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে