উচ্চ মাধ্যমিক পাসেই র্যাডিসন ব্লু হোটেলে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ। হোটেলটিতে শুধু পুরুষ প্রার্থীদের ‘সিকিউরিটি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাসেই পদটিতে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান রিসোর্সেস ম্যানেজার, র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ, এসএস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম’। আবেদন করার সুযোগ থাকছে ২০ জুন, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম