বিনা অভিজ্ঞতায় আবুল খায়ের গ্রুপে চাকরি

নতুনদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘চাইনিজ ইন্টারপ্রিটার’ পদে নিয়োগ প্রদান করা হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। চাইনিজ ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হওয়ার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষাতেও দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে এবং জীবনবৃত্তান্ত ইমেইল (opportunity@abulkhairgroup.com) করার মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়েও আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান রিসোর্সেস ডিভিশন, আবুল খায়ের রোড, ডি টি রোড, পাহাড়তলি, চট্টগ্রাম’। আগামী ১৭ জুন, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনে দেখুন-