অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে আকর্ষণীয় চাকরি

নতুনদের মধ্যে যাঁরা শিল্প প্রতিষ্ঠানে ক্যারিয়ার শুরু করতে আগ্রহী, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞাপন অনুযায়ী ‘ট্রেইনি মার্চেন্ডাইজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ অথবা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া জীবনবৃত্তান্ত ই-মেইল করার মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। ই-মেইল করার ঠিকানা ‘hrm75@prangroup.com’। আবেদন করা যাবে ১০ জুন, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম