নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ এসিআই গ্রুপে

নতুনদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে এসিআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘প্রোডাক্ট এক্সিকিউটিভ’ পদে প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাবেন প্রার্থীরা।
যোগ্যতা
কৃষি বা জীববিজ্ঞান বিষয়ে এমএসসি অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত ক্ষেত্রে পারদর্শী হতে হবে। এ ছাড়া দেশের যেকোনো স্থানে কাজের প্রয়োজনে ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২০ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখে নিন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।