অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ হবে স্কয়ারে

নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ‘এক্সিকিউটিভ, হিউম্যান রিসোর্স’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ অথবা লোকপ্রশাসন বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফ্যাক্টরিতে কাজের এক থেকে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুনদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হওয়ার পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব-২৮ বছর।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২৭ হাজার ৫০০ থেকে ৩১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা স্কয়ার ফার্মার ওয়েবসাইট (bit.ly/2sg1HvF) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ৯ জুন, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখে নিন স্কয়ার ফার্মার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনে :