স্নাতক পাসেই চাকরির সুযোগ দিচ্ছে রেডিসন ব্লু

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। ‘ইঞ্জিনিয়ারিং সেক্রেটারি’ পদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ৩০-৩৫ শব্দ এবং ইংরেজিতে ৪০-৪৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়েও আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করার ঠিকানা ‘অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা’। আবেদন করা যাবে ১৪ মে, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম