আকর্ষণীয় পদে চাকরির সুযোগ দিচ্ছে আড়ং

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। ‘ডেপুটি ম্যানেজার, প্রোডিউসার কমিউনিকেশনস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন গবেষণা, মানবসম্পদ, লোকপ্রশাসন বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য বিষয়ে দক্ষতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও লেটার অব ইন্টারেস্ট ইমেইল অথবা ডাকযোগে পাঠিয়েও আবেদন করতে পারবেন। ইমেইল করার ঠিকানা ‘career.aarong@brac.net’। ডাকযোগে আবেদন করা যাবে ‘হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, আড়ং, আড়ং সেন্টার, ৩৪৬, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’ ঠিকানায়। প্রার্থীরা আবেদন করতে পারবেন ২০ মে, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনে।