অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরি র্যাংগস গ্রুপে

পড়াশোনার পাশাপাশি যাঁরা ক্যারিয়ার গড়ায় আগ্রহী, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে র্যাংগস গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ, সেলস’ পদে পূর্ণকালীন ও খণ্ডকালীন নিয়োগ দেওয়া হবে। মোট ৫০ জন প্রার্থী দেশের যেকোনো স্থানে এই নিয়োগ পাবেন।
যোগ্যতা
সদ্য স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকে অধ্যয়নরত প্রার্থীদের ক্ষেত্রেও আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। শোরুম ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকলে তা প্রার্থীদের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে ধারণা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগ ও সমস্যা সমাধানে দক্ষতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২৭ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম