অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ প্রাণ-আরএফএল গ্রুপে

নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি—কিউসি বা কিউএ’ পদে গাজীপুর, হবিগঞ্জ, নরসিংদী, নাটোর ও রাজশাহী জেলায় এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
রসায়ন, ফলিত রসায়ন, প্রাণরসায়ন বা মাইক্রোবায়োলজি বিষয়ে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমএসসি পরীক্ষার ফলের জন্য অপেক্ষমাণ প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। নতুনদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। তবে এক বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের আইএসও, এইচএসিসিপি, হালাল, বিএসটিআই ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে। এ ছাড়া লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২৭ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম