এ সপ্তাহে থাকছে সাড়ে ১১ হাজারের অধিক পদে চাকরির সুযোগ

বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত চাকরির বিজ্ঞাপনগুলো প্রকাশিত হয় এনটিভি অনলাইনের ‘চাকরি চাই’ পাতায়। এর মধ্যে সেরা চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। একনজরে সপ্তাহের সেরা সাতটি চাকরি দেখে নিতে পারেন আপনি।
উচ্চ মাধ্যমিক পাসেই নিয়োগ দেবে ওয়ালটন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়ান্স)’ পদে ৩০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাসেই প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। মোটরবাইক ও কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশপাশি ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ থাকছে। ই-মেইল করার ঠিকানা ‘jobs@waltonbd.com’। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ১১ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2mRsZbQ
বিভিন্ন পদে ৯৭ জন নিয়োগ দেবে কৃষি উন্নয়ন করপোরেশন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। ছয় ধরনের পদে মোট ৯৭ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ
সহকারী পরিচালক পদে ৫৬ জন, সহকারী ভাণ্ডার কর্মকর্তা পদে পাঁচজন, মার্কেটিং সুপারভাইজার পদে পাঁচজন, কার্য সহকারী পদে ১৫ জন, ক্যাটালগার পদে তিনজন এবং সহকারী ফিল্ডম্যান পদে ১৩ জনসহ মোট ৯৭ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের পদমর্যাদা অনুযায়ী মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
জেলা কোটা
সহকারী ভাণ্ডার কর্মকর্তা, কার্য সহকারী ও সহকারী ফিল্ডম্যান পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স
আগামী ১৪ মার্চ, ২০১৭ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটাধারী (মুক্তিযোদ্ধার সন্তান) এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
বেতন
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে নয় হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা ‘badc.teletalk.com.bd’। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৪ মার্চ, ২০১৭ সকাল ১০টা থেকে ৩০ মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2mwdaok
৪৪৩ জন নিয়োগ মেঘনা গ্রুপে, বেতন সাড়ে ১১ হাজার থেকে ১৯ হাজার টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ছয় ধরনের পদে ৪৪৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ
প্রতিষ্ঠানটির ফায়ার অ্যান্ড সেইফটি ব্রাঞ্চে ফায়ার ইন্সপেক্টর ছয়জন, ফায়ার সুপারভাইজার ২৩ জন, ফায়ারম্যান ১২৬ জন এবং সিকিউরিটি ব্রাঞ্চে নিরাপত্তা ইন্সপেক্টর ছয়জন, নিরাপত্তা সুপারভাইজার ২২ জন, নিরাপত্তা গার্ড ২৬০ জনসহ উভয় ব্রাঞ্চে মোট ৪৪৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদভেদে প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে।
বেতন
পদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১১ হাজার ৫০০ থেকে ১৯ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী এপ্রিল, মে ও জুন মাসে উল্লেখিত তারিখে সকাল ১০টা থেকে এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে। উপস্থিতির ঠিকানা ‘সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার (সুগার সাইট), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ’।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2n2ixiq
২০ পদে সেলসে ক্যারিয়ার গড়ার সুযোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ‘জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ—কাউন্টার সেলস’ পদে ১০ জন এবং ‘জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ—সেলস অ্যান্ড মার্কেটিং’ পদে ১০ জনসহ মোট ২০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বিজ্ঞপ্তিতে উভয় পদের জন্য একই যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেলস সম্পর্কিত সফটওয়্যার (জিডিএস সিস্টেম, জেনিথ, গ্যালিলিও) সম্পর্কে ধারণা ধাকতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি ‘career@us-banglaairlines.com’ ঠিকানায় জীবনবৃত্তান্ত ই-মেইল করার মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া প্রার্থীরা সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, ঢাকা-১২১২’। আবেদন করা যাবে ১৮ মার্চ, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2mweSGn
মাধ্যমিক পাসেই কারারক্ষী নিয়োগ দেবে কারা অধিদপ্তর
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। কারারক্ষী পদে এই নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের উচ্চতা ১.৬৭ মিটার এবং বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার হতে হবে। এ ছাড়া ওজন হতে হবে কমপক্ষে ৫২ কেজি।
মহিলা প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১.৫৭ মিটার, বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার এবং ওজন কমপক্ষে ৪৫ কেজি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। যে জেলার স্থায়ী বাসিন্দা কেবল সেই জেলার কারারক্ষী হিসেবে আবেদন করতে পারবেন।
বয়স
১ মার্চ, ২০১৭ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছর। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
টেলিটকের প্রিপেইড নম্বর থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শুরু হবে ২২ মার্চ, ২০১৭ সকাল ১০টায় এবং শেষ হবে ২৪ মার্চ, ২০১৭ রাত ১২টায়। রেজিস্ট্রেশন ফি জমাদানের সময় ২৬ মার্চ, ২০১৭ রাত ১২টা পর্যন্ত। এ ছাড়া শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2nHKBVn
ব্র্যাকে এক হাজার জন নিয়োগ, বেতন ১৪ হাজার থেকে ১৯ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ‘ঋণ কর্মকর্তা, প্রগতি’ পদে ৫০০ জন এবং ‘কর্মসূচি সংগঠক, দাবি’ পদে ৫০০ জনসহ মোট এক হাজার জনকে এই নিয়োগ দেওয়া হবে।
ঋণ কর্মকর্তা, প্রগতি
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.০০ থাকতে হবে।
কর্মসূচি সংগঠক, দাবি
যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.০০ থাকতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
ঋণ কর্মকর্তা (প্রগতি) পদের জন্য নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৯ হাজার ৬৯০ টাকা এবং কর্মসূচি সংগঠক (দাবি) পদের জন্য ১৬ হাজার ৯৪৬ টাকা। এ ছাড়া উৎসব ভাতা, আনুতোষিক, স্বাস্থ্য ও জীবনবিমা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ব্র্যাকের মাঠ কার্যালয়ে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনের জন্য মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘ব্র্যাক—মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম ও AD#০৪/১৭ উল্লেখ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ২৪ মার্চ, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2mLQX6F
মাধ্যমিক পাসেই ১০ হাজার কনস্টেবল নিয়োগ পুলিশে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আট হাজার ৫০০ জন পুরুষ, এক হাজার ৫০০ মহিলাসহ মোট ১০ হাজার জনকে এই নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম জিপিএ ২.৫ বা সমমানের ফল থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে।
উপজাতীয় কোটায় পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।
সব কোটার নারী প্রার্থীদের উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি। এ ছাড়া ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যে জেলার বাসিন্দা, সেই জেলাতেই পদটির জন্য আবেদন করতে হবে। এ ছাড়া প্রার্থীদের অবিবাহিত হতে হবে।
বয়স
আবেদনকারীদের বয়স হতে হবে ১ এপ্রিল, ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ২০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণকালীন ৭৫০ টাকা মাসিক ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নয় হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের নিজ নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শারীরিক পরীক্ষার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ সকাল ৯টায় উপস্থিত থাকতে হবে।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2ncZjqD