আকর্ষণীয় পদে তরুণদের নিয়োগ দিচ্ছে প্রাণ-আরএফএল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। ‘এক্সিকিউটিভ-আইটি’, ‘এক্সিকিউটিভ-সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স (এসকিউএ)’, ‘অ্যাসিস্ট্যান্ট ব্যাকেন্ট ডেভেলপার—পিএইচপি’ এবং ‘অ্যাসিস্ট্যান্ট অ্যাপস ডেভেলপার—অ্যানড্রয়েড’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
এক্সিকিউটিভ—আইটি
আইটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডাটাবেজ ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার অথবা এমআইএস পদে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
এক্সিকিউটিভ-সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স (এসকিউএ)
আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত বা পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোয়ালিটি অ্যাসিওরেন্স বা কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে এবং সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ব্যাকেন্ট ডেভেলপার—পিএইচপি
আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত বা পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচপি ওয়েব ফ্রেমওয়ার্ক সম্পর্কে অত্যন্ত জ্ঞানসম্পন্ন হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট অ্যাপস ডেভেলপার—অ্যানড্রয়েড
আইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত বা পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোবাইল অ্যাপস ডেভেলপার পদে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানড্রয়েড এসডিকে, অ্যানড্রয়েডের বিভিন্ন ভার্সন, বিভিন্ন স্ক্রিন সাইজ নিয়ে কাজ করার জন্য অত্যন্ত জ্ঞানসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ১২ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম