চাকরির সুযোগ বসুন্ধরা গ্রুপে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। ‘অ্যাসিস্টেন্ট কেমিস্ট বা কেমিস্ট (কোয়ালিটি কন্ট্রোল)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
রসায়ন বা ফলিত রসায়নে এমএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি ‘jobs.paper@bg.com.bd’ ঠিকানায় ইমেইল করার মাধ্যমেও আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা। এ ছাড়া জীবনবৃত্তান্ত ‘হিউম্যান রিসোর্সেস ডিভিশন, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার্স-২, প্লট ৫৬/এ, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আর/এ, ঢাকা-১২২৯’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০১৭।
সূত্র : বিডিজবস ডটকম