২০০ জনকে নিয়োগ দেবে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার (পুরুষ) পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
সেলস অফিসার (পুরুষ)
পদসংখ্যা
এই পদে সর্বমোট ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন-ভাতা
১২৫০০ – ১৩৫০০/- (মাসিক )
কোম্পানির সুযোগ-সুবিধাদি
কর্মদক্ষতার ভিত্তিতে বিক্রয় কমিশন, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা ও পদন্নোতির সুযোগ।
আবেদনের পদ্ধতি
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যেকানো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ উল্লেখিত ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বি. দ্র. প্রাথমিকভাবে নির্বাচিতদের কোম্পানির করপোরেট পলিসি ও শর্তাবলি মেনে নেওয়া সাপেক্ষে ওই দিনই চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচিত করা হবে।
সাক্ষাতের স্থান :
বগুড়া : বগুড়া রিজেন্সি হোটেল আ্যান্ড রিসোট, সাতমাথা, পার্ক রোড, বগুড়া।
সাক্ষাতের তারিখ : ৮ ফেব্রুয়ারি ২০২০ইং।
উপস্থিতির সময় : সকাল ৯টা-১০টা।
বরিশাল : এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, জাকারিয়া মঞ্জিল, ওয়ার্ড নং-২৩, শাহাজাহান চোধুরী সড়ক, বি এ ডি সি অফিসের পাশে, বরিশাল।
সাক্ষাতের তারিখ : ৮ ফেব্রুয়ারি ২০২০ইং।
উপস্থিতির সময় : সকাল ৯টা-১০টা।
সিরাজগঞ্জ : মিলনায়তন, অফিস ভবন, সরকারি শিশু পরিবার (বালক), রায়পুর, সিরাজগঞ্জ।
সাক্ষাতের তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০২০।
উপস্থিতির সময় : সকাল ৯টা-১০টা।
গাজীপুর : ন্যাশনাল পলিমার ফ্যাক্টরি, (চেরাগআলী বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে), স্কুইব রোড, টঙ্গী বাণিজ্যিক এলাকা, গাজীপুর।
সাক্ষাতের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২০ইং।
উপস্থিতির সময় : সকাল ৯টা-১০টা।