স্নাতক পাসে সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। জিপিএ এর ক্ষেত্রে অন্তত ২ পয়েন্ট ও সিজিপিএ স্কেলে কমপক্ষে ২.২৫ থাকতে হবে। একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
প্রবেশনারি অফিসার থাকা কালিন বেতন ২৬ হাজার টাকা। এক বছর পর বেতন ৩০ হাজার। এছাড়াও সফল ভাবে দুই বছর সম্পন্ন হলে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) হিসেবে নিয়োগ দেওয়া হবে। তখন মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সাউথইস্ট ব্যাংক লিমিটেড (লিংক) ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই, ২০২২।
সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট