স্নাতক পাসে নিয়োগ দেবে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ এক্সিকিউটিভ অফিসার/ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ অফিসার/ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে ন্যূনতম স্নাতক/ স্নাতকোত্তর/ সমমান পাস হতে হবে। বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে। আইটি বিভাগের জন্য কম্পিউটার সায়েন্সে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স ২০ থেকে ৪০ বছর। সংশ্লিষ্ট বিষয় ও বিভাগীয় কাজে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিমা কোম্পানিতে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। আইটির জন্য প্রোগ্রামিংয়ে পারদর্শী হতে হবে। কম্পিউটারের বেসিক জ্ঞান যেমন এম এস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে জানা। বিশেষ করে বাংলা ও ইংরেজি না দেখে টাইপ করতে পারা। ই-মেইল আদান-প্রদানসহ ইন্টারনেট ব্রাউজিং করতে পারা ইত্যাদি। প্রার্থীর দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন-ভাতাদি প্রদান করা হবে।
কোম্পানির সুযোগ সুবিধাদি
কোম্পানিরর সার্ভিস রুল অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণ। প্রভিডেন্ড ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, গ্রাচুইটি, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, পারফরমেন্সের ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির সুযোগ।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর, ২০২০।
সূত্র : বিডিজবস