সেলস রিপ্রেজেন্টেটিভ পদে ক্যারিয়ার গড়ুন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ(এসআর)’ পদে বিভিন্ন জেলায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি যোগাযোগ করতে পারবেন।
পদের নাম
সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদ সংখ্যা
যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেভেল ১-এর জন্য ন্যূনতম এইচএসসি পাস (ন্যূনতম দ্বিতীয় বিভাগ) এবং লেভেল ২-এর জন্য স্নাতক/ মাস্টার্স (সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত পর্যন্ত আবেদন করা যাবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অনূর্ধ্ব-৩৫ বছর। প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে। যাতায়াত ভাতা, বিক্রয়ের ওপর কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ওপর বিদেশ ভ্রমণ, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, সব পরীক্ষায় পাসের মূল সনদ ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেকোনো ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে ৮ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ১৮ মার্চ, ২০২০ পর্যন্ত।
সূত্র : জাগোজবস।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
