বিভিন্ন জেলায় চাকরি দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ইসিজি অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
ইসিজি অপারেটর (নারী)।
যোগ্যতা
প্রার্থীকে এইচএসসি/সমমান পাস হতে হবে। প্রতিষ্ঠিত হাসপাতালে ইসিজি করার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানা আবশ্যক। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
কর্মস্থল
খুলনা, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, রাজশাহী।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
কেবল বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রার্থীকে www.ibfbd.org/career - এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ২৫.১০.২০২২ অনুযায়ী গণনা করা হবে। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আবেদনের শেষ তারিখ
২৫ অক্টোবর,২০২২।
সূত্র : বিডিজবস