নতুনদের নিয়োগ দেবে বেঙ্গল বিস্কুটস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল বিস্কুটস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (এমআর)-চট্টগ্রাম’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (এমআর)-চট্টগ্রাম
যোগ্যতা
প্রার্থীকে এইচএসসি/ যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন। বয়স ২০ থেকে ৩২ বছর হতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসআর বা অনুরূপ পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার ধৈর্য ও দক্ষতা থাকতে হবে। অগ্রগতিতে বিশ্বাসী এবং প্রকৃতিগতভাবে গতিশীল হতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন
আলোচনা সাপেক্ষে।
কোম্পানির সুযোগ-সুবিধাদি
টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস থাকবে। বার্ষিক বেতন পর্যালোচনাসহ বছরে দুটি উৎসব ভাতা থাকবে। সেলস ইনসেনটিভ (কর্মসূচি অনুযায়ী)। প্রবেশনারি পিরিয়ড সফলভাবে শেষ হওয়ার পরে বেতন বৃদ্ধি পাবে।
সীমাবদ্ধ ভাতাসহ মোবাইল ফোন, পরিবহন ভাতা, প্রভিডেন্ট ফান্ড,কল্যাণ তহবিল ছুটি নগদীকরণ থাকবে।
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
পদটিতে ১২ মার্চ, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস