ঢাকায় নিয়োগ দেবে মিনিস্টার হাইটেক পার্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ম্যানেজার (কমার্শিয়াল / সাপ্লাই চেইন)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়ন, প্রাণ রসায়ন বিষয়ে বিএসসি ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২৫ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন ও সুবিধাদি
আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন। সিভি ই-মেইল করতে পারবেন (hrm.myone@gmail.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
৯ অক্টোবর, ২০২১।
সূত্র : বিডিজবস