ডিপ্লোমা পাসে নিয়োগ দেবে আকিজ মটরস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারেন।
পদের নাম
জুনিয়র এক্সিকিউটিভ (সেলস, মার্কেটিং অ্যান্ড রিকভেরি)।
পদসংখ্যা
মোট ৫০ জন।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অটোমোবাইল / মেকানিক্যাল / পাওয়ার বিষয়ে ডিপ্লোমা পাস অথবা যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০ থেকে অনূর্ধ্ব ২৩ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
১৪,০০০/-টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত যেকোনো ঠিকানায় নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে।
ঠিকানা :
আকিজ সেন্টার, ৯৭ শহীদ তাজউদ্দীন আহমেদ স্মরণী,সাতরাস্তার মোড়, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা – ১২০৮।
সাক্ষাৎকারের সময়: সকাল ১০টা ৩০ মিনিট।
খুলনা বিভাগ (তারিখ : ৭ জানুয়ারি, ২০২২)
আকিজ মটরস, আদ দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, ঢাকা রোড, শেখহাটি, যশোর।
সাক্ষাৎকারের সময়: সকাল ১১ টা।
রাজশাহী বিভাগ (তারিখ : ৭ জানুয়ারি, ২০২২)
মেসার্স ওমর ফারুক অটোজ অ্যান্ড ইলেকট্রনিক্স, (ডিলারঃ আকিজ মটরস) নওদাপাড়া মহিলা পলিটেকনিকের পূর্ব পার্শ্বে,রাজশাহী।
সাক্ষাৎকারের সময়: সকাল ১১টা।
রংপুর বিভাগ (তারিখ : ১৪ জানুয়ারি, ২০২২)
ভাই ভাই মটরস, (ডিলারঃ আকিজ মটরস) ভাই ভাই মার্কেট,আর.কে.রোড, টি এম এস এর সামনে, রংপুর।
সাক্ষাৎকারের সময়: সকাল ১১টা।
মৌখিক পরীক্ষার শেষ তারিখ
২১ জানুয়ারি, ২০২২।
সূত্র : বিডিজবস