ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, থাকছে বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
ম্যানেজার/ডেপুটি ম্যানেজার – ব্যাগেজ সার্ভিস।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এভিয়েশন অপারেশন, ব্যাগেজ হ্যান্ডেল বিষয়ে জানাশোনা থাকতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার প্রদান করা হবে। এছাড়াও উৎসব ভাতা ও বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ থাকছে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই, ২০২২।
সূত্র : বিডিজবস।