ঘামের দুর্গন্ধ দূর করবে বেকিং সোডা!

ঘামের দুর্গন্ধ নিয়ে অনেকেই অস্বস্তিতে থাকেন। গন্ধ দূর করতে বাজারে পাওয়া হরেক রকমের ডিওডরেন, পারফিউম ব্যবহার করে থাকেন। তবে জানেন কি, বেকিং সোডা করতে পারে এর সহজ সমাধান? এই ঘরোয়া উপাদানটি বেশ সহজলভ্যও।
বেকিং সোডা ত্বকের আর্দ্রতা ও ঘাম শোষণ করে। এতে ঘামের গন্ধ দূর হয়। এর মধ্যে থাকা ব্যাকটেরিয়ারোধী উপাদানের জন্য এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ঘামের গন্ধ দূর করে।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে বেকিং সোডা ব্যবহারে ঘামের দুর্গন্ধ দূর করার উপায়।
• এক টেবিল চামচ পানির মধ্যে আট ভাগের এক চা চামচ (১/৮) বেকিং সোডা নিন। এর মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। একটি তুলার বলের মধ্যে মিশ্রণটি নিয়ে বগলে মাখুন। এ ছাড়া যেসব জায়গায় ঘাম বেশি হয়, সেসব অংশে মাখুন। ঘামের দুর্গন্ধ দূর করতে নিয়মিত পদ্ধতিটি অনুসরণ করুন।
• সমপরিমাণ বেকিং সোডা ও ভুট্টার গুঁড়া মেশান। ঘাম ও ঘামের দুর্ঘন্ধ দূর করতে এই গুঁড়া বগলে লাগান। তবে লাগানোর আগে খেয়াল করবেন, বগল যেন শুষ্ক থাকে।