হলুদের সাজে ব্যাট হাতে সানজিদা
পরনে হলুদ শাড়ি। মাথা, কপাল, হাত ফুলে জড়ানো। দেখেই বোঝা যাচ্ছে, গায়ে হলুদের সাজে নারী ক্রিকেটার সানজিদা ইসলাম। কিন্তু এমন দিনে ক্রিকেটের ছোঁয়া না থাকলে হয়? কারণ এই ক্রিকেটের সঙ্গেই তাঁর জীবন জড়িয়ে আছে। বিয়েও করছেন আরেক ক্রিকেটার মীম মোসাদ্দেককে। তাই বিশেষ দিনে ব্যাট হাতে ফ্রেমবন্দী হলেন সানজিদা। ছবি : সংগৃহীত

১ / ৮

২ / ৮

৩ / ৮

৪ / ৮

৫ / ৮

৬ / ৮

৭ / ৮

৮ / ৮