বৃষ্টির কবলে শেরেবাংলার মাঠ
ম্যাচটি নিয়ে ক্রিকেট বিশ্বে আগ্রহের কমতি ছিল না। বাংলাদেশ তো বটেই, ভারতেও ছড়িয়ে পড়ে এশিয়া কাপ ফাইনালের উত্তাপ। শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে টিকেট নিয়ে ঘটেছে লঙ্কাকাণ্ড। কিন্তু বাদ সাধল বেরসিক বৃষ্টি আর জ্বালাটা বাড়িয়ে দিয়েছে ঝড়। সময়মতো শুরু হলো না ম্যাচ। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টি থেমেছে। চলছে মাঠ পরিচর্যা। ছবি : বর্ষণ কবির

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬