চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শুরু করল ইংল্যান্ড
এর আগে দুবার ইংল্যান্ডে বসেছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। দুবারই ফাইনালে খেলেছে ইংল্যান্ড। তাই এবারও আসরের অন্যতম ফেভারিট ইয়ন মরগানের দল। দলটি এরই মধ্যে তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ন মরগান, জেসন রয় ও স্যাম বিলিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েল ওয়ানডে কাপে দুটি ম্যাচ খেলে আসরে নিজেদের প্রস্তুতি পর্বটা শুরু করছে ইংল্যান্ড। শুক্রবার ব্রিস্টলে প্রথম ম্যাচে মাঠে নামবে মরগান-রুটরা। ছবি : রয়টার্স

১ / ৬

২ / ৬

৩ / ৬

৪ / ৬

৫ / ৬

৬ / ৬