আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। পরক্ষণেই নেমে আসে বৃষ্টির অঝোর ধারা। বছরের প্রথম মেঘ-বৃষ্টির পুলকে পেখম মেলে নাচ ধরেছে ঢাকা চিড়িয়াখানার এই ময়ূরটি। বৃষ্টির ছন্দে যেন গানের তালে তালে নাচছে তারা ‘নাচ ময়ূরী নাচ রে...।’ ছবিটি ১ এপ্রিল, বুধবার ঢাকা চিড়িয়াখানা থেকে তোলা। ছবি : নিউজ রুম ফটো