নীল আর ধাতব বেগুনি মিশেল এ পাখির নাম ‘নীল টুনি’। লম্বা ঠোঁটের পাখিটিকে অনেক জায়গায় ‘দুর্গা টুনটুনি’ বা ‘মধুচুষকি’ নামেও ডাকা হয়। ক্ষুদ্রকায় এ পাখি মধুপায়ী। অপরূপ নীল টুনির এ ছবি গতকাল ১৭ ফেব্রুয়ারি-২০১৫, মঙ্গলবার শেষ বিকেলে রাজধানীর রমনা পার্কে তোলা। ছবি : নিউজ রুম ফটো