সার্ক বিজনেস লিডার্স কনক্লেভে ফ্যাশন শো
সার্ক বিজনেস লিডার্স কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে । সম্প্রতি নেপালের কাঠমুণ্ডুতে ১৬ মার্চ, শুক্রবার থেকে ১৮ মার্চ, রবিবার পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ১৭ মার্চ,শনিবার সার্ক চেম্বার আয়োজন করে একটি বর্ণাঢ্য ফ্যাশন শো। বাংলাদেশের ঐতিহ্য খাদিকে ফ্যাশন শোতে তুলে ধরা হয়। খাদি কালেকশন উপস্থাপন করেন বিবিআনার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। বাংলাদেশি খাদি দর্শকদের কাছে প্রচুর সাড়া জাগায়। ছবি : সংগৃহীত

১ / ৭

২ / ৭

৩ / ৭

৪ / ৭

৫ / ৭

৬ / ৭

৭ / ৭