মার্কিন মুলুক থেকে বাংলার র্যাচেল
র্যাচেল হোয়াইটের জন্ম যুক্তরাষ্ট্রের অ্যালাবামায়। প্রথমে ফ্লোরিডার একটি স্কুলে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা। পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক। পরে ভারতে আগমন। মার্কিন-ভারতীয় এই সুন্দরী হয়ে ওঠেন টিভিপর্দার জনপ্রিয় মুখ। পন্ডস, গার্নিয়ার, এয়ারটেল, এমআরএফ টায়ারসহ অসংখ্য বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। ২০১৪ সালে বলিউড ছবি ‘উংলি’-তে ইমরান হাশমির বিপরীতে অভিষেক হয় র্যাচেলের। বাংলা ছবি ‘হর হর ব্যোমকেশ’, ‘দেবী’ এবং ‘ওয়ান’-এ-ও কাজ করেছেন। ২০১৮ সালে ওয়েব সিরিজ ‘মিসম্যাচ’-এ অভিনয় করে সাড়া ফেলেন। গেল বছর মুক্তি পায় তাঁর বাংলা ছবি ‘থাই কারি’। ইনস্টাগ্রামে এই সুন্দরীর অনুসরণকারী দেড় লাখের বেশি। সেখানে আবেদনময় ছবি দিয়ে অন্তর্জালবাসীর মনে আগুন ধরান। একঝলকে দেখে নিন এই তারকার দারুণ কিছু স্থিরচিত্র। ছবি : সংগৃহীত

১ / ১১

২ / ১১

৩ / ১১

৪ / ১১

৫ / ১১

৬ / ১১

৭ / ১১

৮ / ১১

৯ / ১১

১০ / ১১

১১ / ১১