নিরাপত্তাকর্মী ক্ষমা চাইলেন মাহির মায়ের কাছে
গতকাল মঙ্গলবার ঢাকা লেডিস ক্লাবে চলছিল ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিং। এরই এক ফাঁকে সেখানকার এক নিরাপত্তাকর্মীর সাথে কথা কাটাকাটি হয় নায়িকা মাহিয়া মাহির মায়ের। সেই সময় মাহি সেখানে উপস্থিত ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে মাহি তাঁর মাকে নিয়ে বাসায় চলে যান।
এই বিষয়ে মাহি এনটিভি অনলাইনকে বলেন, ‘যেখানে আমরা শুটিং করতে গিয়েছিলাম, সেখানে মেকআপ করার সমস্যা ছিল। বসার জায়গাও ছিল না। তখন লেডিস ক্লাবের ভেতরে আমরা বসি। এ সময় নিরপত্তাকর্মীদের একজন এসে আমাদের বাইরে বসতে বলেন। তারা খারাপ ব্যবহার শুরু করলে আমরা বেরিয়ে চলে যাই।’
এই বিষয়ে ‘ঢাকা অ্যাটাকে’র পরিচালক দীপঙ্কর দীপন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা যেখানে শুটিং করছিলাম সেখানে মেকআপের জন্য কোনো রুম থাকার কথা নয়। আউটডোর শুটিং করলে আমাদের এ ধরনের কিছু সমস্যায় পড়তে হয়। আমরা পাশেই একটা বাগানে শুটিং করছিলাম। সেখান থেকে এসে দেখি মাহি নেই। আসলে দুপুরের খাবারের সময় সবাই যখন খেতে বসেছে, তখন সিকিউরিটির সাথে মাহির মায়ের কথা কাটাকাটি হয়। তখন সবাই খাচ্ছিল দেখেই মাহির মায়ের কাছ পর্যন্ত সিকিউরিটি গার্ড যেতে পেরেছেন। না হলে আসলে উনার কাছে নিরাপত্তাকর্মীরা যেতেই পারতেন না। আমরা পরে সিকিউরিটি গার্ডকে নিয়ে মাহির বাসায় গেছি। আগে চিনতে না পারায় নিরাপত্তাকর্মীরা তখন ক্ষমা চান মাহির মায়ের কাছে।’
পরে অবশ্য বিষয়টি মিটিয়ে ফেলা হয় বলে জানান পরিচালক ও ছবির নায়িকা মাহি। এদিকে, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির দ্বিতীয় পর্যায়ের কাজ। প্রথমে কয়েক দিন ঢাকায় শুটিংয়ের পর বাকি শুটিং হবে বান্দরবানে। এ পর্যায়ে শুটিং চলবে টানা ২২ দিন।