ভোটের ফল ম্যানিপুলেট করা হলে শিক্ষার্থীরা জবাব দেবে : আবিদুল

জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট (প্রভাবিত) করা হলে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। নির্বাচনের ফল সঠিকভাবে হলে নিজেদের প্যানেলের ভূমিধস বিজয়েরও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম এসব কথা বলেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শুরুর পর সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে আসেন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় সব প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি নানা অভিযোগ বাড়তে থাকে। এ ছাড়া একজন পোলিং অফিসারকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, আমরা আশা করেছিলাম সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন, বেগম রোকেয়া হল, অমর একুশে হলের ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট দেওয়া হয়েছে। আমরা জানি না কতটা ব্যালট সিলমারা ছিল। নির্বাচন কারচুপি করে উল্টো দায় আমাদের ওপর দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আবিদুল ইসলাম আরও বলেন, আমরা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নষ্ট করা হয়েছে।