ইবি শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দুর্নীতির শ্বেতপত্রের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আজ শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে দুপুর দেড়টার দিকে আন্দোলন শেষ করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘পুকুরে লাশ কেন?—প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার চাই বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘আপস না সংগ্রাম সংগ্রাম’, ‘জুলাই যোদ্ধা কবরে—ভিসি-প্রক্টর কি করে?’ ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’- ইত্যাদি স্লোগান দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘সাজিদ আমাদের ভাই। আমাদের জানা উচিত এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা। এটা যদি হত্যাকাণ্ড হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী হুমকির মুখে পড়বে। আমার ভাইয়ের মৃত্যু যেভাবেই হোক না কেন অতিদ্রুত তদন্ত করে তা আমাদের সামনে তুলে ধরতে হবে।
শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ফ্যাসিবাদের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সামাজিক সংগঠনগুলো অনেক দাবিদাওয়া দিয়েছে, স্মারকলিপি দিয়েছে কিন্তু প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাই নাই।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, সাজিদের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে শিক্ষার্থীরা যে দাবি তুলে ধরেছে, আমরা ছাত্র সংগঠনরা সম্মতি জানিয়েছি। এমতাজ স্যারের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তাদের কাছে আমাদের দাবি—সাজিদের এই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত করা হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের যথাসময়েই সুষ্ঠু তদন্ত চাই এবং যদি হত্যাকাণ্ড হয় তাহলে দ্রুত জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিনিধি হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, আমরা আন্দোলনের সঙ্গে আন্তরিকভাবে একাত্মতা প্রকাশ করছি। এই ঘটনায় কীভাবে সুষ্ঠু তদন্ত করা যায়, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।