আন্দোলনের মুখে জাবি বিজনেস ডিনের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা। গতকাল রোববার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান। তিনি জানান, রোববার (২৯ জুন) বিকেলে অধ্যাপক নিগার সুলতানা পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা উপাচার্যের দপ্তরে পাঠানো হবে এবং সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসবে।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাসের জন্য আহ্বানকৃত ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনে অধ্যাপক নিগার সুলতানাসহ আওয়ামীপন্থি হিসেবে পরিচিত আরও দুই শিক্ষক অধ্যাপক মো. শফিক-উর রহমান ও অধ্যাপক যুগল কৃষ্ণ দাস শিক্ষার্থীদের স্লোগানের মুখে সিনেট হল ত্যাগ করেন। ছাত্রদের অভিযোগ, এই তিন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক আচরণ করছেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একদল শিক্ষার্থী শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে ডিন অফিসের সামনে পোস্টার লাগিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পোস্টারে বলা হয়, ‘ডিন হিসেবে নিগার সুলতানার কার্যক্রম শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থি। তিনি আওয়ামী লীগের দোসর হিসেবে অনুষদে পক্ষপাতদুষ্ট ও স্বেচ্ছাচারিতার পরিবেশ তৈরি করেছেন।’ পোস্টারে আরও উল্লেখ করা হয়, ‘নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে অনুষদজুড়ে সর্বাত্মক গণআন্দোলনের ঘোষণা দেওয়া হবে এবং এর দায় সম্পূর্ণভাবে তার ওপর বর্তাবে।’
শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের জুলাই মাসে এক আন্দোলনে নিগার সুলতানা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছিলেন। সেই থেকেই তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে থাকে। গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরাও তার বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছে।