আবু তাহের-মেহেদী হাসানের নীলদল পূর্ণ প্যানেলে জয়ী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে আবু তাহের ও মেহেদী হাসানের নেতৃত্বাধীন নীল দল পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত নীল দলের দুটি প্যানেলের একটির নেতৃত্বে আছেন আবু তাহের ও মেহেদী হাসান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণণা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ কে এম রায়হান উদ্দিন।
শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
সভাপতি পদে ড. তাহের তাঁর নিকটতম প্রতিদ্ধন্দ্বী ড. বিশ্বজিৎ চন্দ্র দেবকে ২৫ ভোটে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে ১৩ ভোটে পরাজিত করেছেন।
পরিষদে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শামিমুল ইসলাম ও এন এম রবিউল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী ওমর সিদ্দিকী, কোষাধ্যক্ষ হয়েছেন তারিক হোসেন, সাহিত্য-সংষ্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. মোকাদ্দেস-উল –ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. আসাদুজ্জামান এবং সাতটি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. জি.এম. মনিরুজ্জামান, মো. আইনুল হক, মো. জিয়া উদ্দিন, মো. মঈনুল হাছান, হুমায়ুন কাইসার, মো. শাহেদুর রহমান ও শারমিন সুলতানা।
এ বছরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ হবে শিক্ষক সমিতির পঞ্চম কার্যনির্বাহী পরিষদ। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিক দায়িত্ব নিবে নবর্নিবাচিত এ কার্যনির্বাহী পরিষদ।
এবারের নির্বাচনে নীল দলের নামে দুটি প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু পরিষদভুক্ত শিক্ষকরা। বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী পরিষদের ২৩ জন সদস্যের মধ্যে ছয়জন সদস্যসহ অন্যদের নিয়ে প্যানেল করে সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন।
অন্যদিকে বঙ্গবন্ধু পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত নিয়ে পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নীল দল নামে প্যানেল গঠন করে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান নির্বাচনে অংশগ্রহণ করেন।
এদিকে বিএনপি সমর্থিত সাদা দল থেকে প্রার্থী ছিলেন দুজন। এ প্যানেল থেকে সভাপতি পদে আনোয়ার হোসেন (গণিত বিভাগ) ও কার্যকরী সদস্য পদে মাসুদা কামাল (লোকপ্রশাসন বিভাগ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাদা দলের ব্যানারে সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সভাপতি মো. আবদুল হাকিম মনোনয়নপত্র জমা দিলেও পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।