জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ভাড়া অর্ধেক করার দাবিতে ৫০ বাস আটক

ছাত্র ভাড়ার দাবিতে আজ দুপুর থেকে ইতিহাস পরিবহনের ৫০টি বাস আটকে রাখে জাবি শিক্ষার্থীরা। ছবি: এনটিভি
শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রভাড়া (মূল ভাড়ার অর্ধেক) না নেওয়ায় ‘ইতিহাস পরিবহন’-এর ৫০টি বাস আটকে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাসগুলো আটক করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইতিহাস পরিবহনের কোনো বাস তাদের কাছ থেকে ছাত্রভাড়া নেয় না। ছাত্রভাড়ার কথা বলতে গেলে চালক ও সহকারীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেন। এ অবস্থায় অর্ধেক ভাড়ার দাবিতে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে এই পরিবহনের ৫০টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস আটকে রাখবে বলেও জানান শিক্ষার্থীরা। এই পরিবহনের বাস মিরপুর-১৪ থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চলাচল করে।