ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদনের এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
urgentPhoto
ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারিত হয়েছে।
এর আগের সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর শনিবার, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১৭ অক্টোবর শনিবার, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা : ‘ক’ ইউনিটের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল (এইচএসসি + এসএসসি) অন্তত ৮, ‘খ’ ইউনিটের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭, ‘গ’ ইউনিটের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক ৫, ‘চ’ ইউনিটের অধীনে পরীক্ষায় চতুর্থ বিষয়সহ যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩.০ এবং উভয় পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫ পয়েন্ট হতে হবে।
‘ঘ’ ইউনিটের মানবিক শাখা থেকে আগতদের চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ পয়েন্ট। বিজ্ঞান থেকে আগতদের চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮ পয়েন্ট। ব্যবসায় শিক্ষা থেকে আগতদের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক ৫ পয়েন্ট। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কোনো বিষয়েই লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট-৩)-এর নিচে নয়।
অনলাইনে ভর্তির জন্য আবেদন করা যাবে http://admission.eis.du.ac.bd/ এই ঠিকানায়।